দুর্মর

হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ
কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে,
সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ
জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে।

হঠাৎ নিরীহ মাটিতে কখন
জন্ম নিয়েছে সচেতনতার দান,
গত আকালের মৃত্যুকে মুছে
আবার এসেছে বাংলাদেশের প্রাণ।

“হয় দান নয় প্রাণ” এ শব্দে
সারা দেশ দিশাহারা,
একবার মরে ভুলে গেছে আজ
মৃত্যুর ভয় তারা।

সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।

এবার লোকের ঘরে ঘরে যাবে
সোনালী নয়কো, রক্তে রঙিন দান,
দেখবে সকলে সেখানে জ্বলছে
দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ।।

3 Comments
Collapse Comments

কবিতাটিতে যেখানে ‘দান’ টাইপ করা হয়েছে, সেখানে আসলে হওয়া উচিত ‘ধান’।
দ্রুত সংশোধনী নেওয়া উচিত বলে মনে করি।

আপনারা বই গুলোর ডাউনলোড pdf লিংক দিন। plz

Bangla Library (Administrator) December 19, 2013 at 8:49 pm

আমরা সাধারণত মূল বইয়ের পিডিএফ করি না। সব ইউনিকোডে দেয়ার চেষ্টা করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *