দুইঞ্চি অহং
বড় স্বস্তি বোধ করি সমকামি পুরুষ
বন্ধুদের আড্ডায়
ওদের সঙ্গে লুটোপুটি হুটোপুটি, নাচ গান,
মাতাল হওয়া, ন্যাংটো হয়ে গড়িয়ে পড়া মেঝেয়…
যেমন ইচ্ছে বেসামাল হতে পারি
যেমন ইচ্ছেনষ্ট ভ্রষ্ট।
ঘুমোতে
পারি ওদের কোলে, কাখে, বিছানায়–
স্নান শেষে দাঁড়াতে পারি অনিন্দ্য আফ্রোদিতি
বুনো ষাঁড়ের মত তেড়ে আসে না ওরা
যেমন আসে অসমকামি পুরুষ, দু’ইঞ্চি অহং উঁচিয়ে–
যদিও অপটু সাঁতারুগুলো জলে খাবি খেতে খেতে ডোবে।