ধৃতরাষ্ট্র ও গান্ধারীর দ্বিতীয় পুত্র ও জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধনের বিশেষ স্নেহভাজন। দুঃশাসনকে দুর্যোধন যৌবরাজ্যে অভিষিক্ত করেছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতার পাণ্ডব-বিদ্বেষ দুঃশাসনের মধ্যেও সংক্রমিত হয়েছিল। যুধিষ্ঠির দ্যূতক্রীড়ায় দ্রৌপদীকে পণ রেখে পরাজিত হবার পর,জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশে দুঃশাসন দ্রৌপদীকে কেশ আকর্ষণ করে সভার মাঝে নিয়ে আসেন এবং ওঁর বস্ত্র হরণে প্রবৃত্ত হন। কৃষ্ণ অন্তরীক্ষ থেকে দ্রৌপদীকে বস্ত্রদান করে যেতে থাকায়, দুঃশাসনের এই অপচেষ্টা কার্যকরী হয় না। ভীম দ্রৌপদীর এই অপমানে ত্রুÝদ্ধ হয়ে তখনই সভাস্থ সকলের সামনে প্রতিজ্ঞা করেন যে, এই দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে তাঁর উষ্ণ শোনিত পান করবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম দুঃশাসনের বুকের রক্ত পান না করলেও মুখে নিয়ে তাঁর প্রতিজ্ঞা পূরণ করেছিলেন।