2 of 3

দুঃখ এ নয়, সুখ নহে গো

দুঃখ এ নয়, সুখ নহে গো–
গভীর শান্তি এ যে,
আমার সকল ছাড়িয়ে গিয়ে
উঠল কোথায় বেজে।
ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম,   ছাড়িয়ে আপনারে
সাথে করে নিল আমায়    জন্মমরণপারে–
এল পথিক সেজে।
দুঃখ এ নয়, সুখ নহে গো–
গভীর শান্তি এ যে।
চরণে তার নিখিল ভুবন          নীরব গগনেতে
আলো-আঁধার আঁচলখানি         আসন দিল পেতে।
এত কালের ভয় ভাবনা          কোথায় যে যায় সরে,
ভালোমন্দ ভাঙাচোরা                 আলোয় ওঠে ভরে,
কালিমা যায় মেজে।
দুঃখ এ নয়, সুখ নহে গো–
গভীর শান্তি এ যে।

শান্তিনিকেতন, ১৬ আশ্বিন- রাত্রি, ১৩২১

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *