মার্ক ইস্টারব্রুকের মুখবন্ধ
পেল হর্সের ব্যাপার নিয়ে তদন্ত করার দুটো পদ্ধতি আছে। হোয়াইট কিং অর্থাৎ শ্বেত রাজার অনুশাসনে থাকাতে সরলতা লাভ করা কঠিন কাজ। শুরু থেকে সমাপ্তির দিকে যাওয়া এবং থামা এটা কেউ জানে না। কেন না এর শুরু কোথায়?
সে কাজ এত কঠিন যে একজন ঐতিহাসিকের পক্ষে সম্ভব নয়, ইতিহাসের কোনো একটা বিষয়ে ঠিক কোথায় সেই ইতিহাস শুরু হয়।
ফাদার গোরমান তার গীর্জা থেকে বেরিয়ে কোনো এক মহিলার শরণাপন্ন হবেন বলে ঠিক করেছেন তখন থেকে শুরু করা যায়। চেলসার কোনো এক সন্ধ্যার আগেও শুরু করা যায়। এই কাহিনীর অধিকাংশ ঘটনাগুলি আমি আমার বিবৃতি রূপে বর্ণনা করেছি। বোধহয় তাই আমারই শুরু করা উচিৎ।