দিনের শেষে

দিনের শেষে

উদ্ধত বেগে, পাংশু আলোর তলে,
চেচিয়ে, পেচিয়ে অকারণ অভিযাত্রী,
মত্ত জীবন নেচে – নেচে ছুটে চলে ।
তারপর, যেন রতিবিলাসিনী রাত্রি
দিকমন্ডলে উঠে এসে, দেয় মুছে
এমনকি উন্মুখর বুভুক্ষারে,
সে – নীরবতায় লজ্জা ও যায় ঘুচে –
তখন কবির মনে হয় :’ এই বারে
আত্মা আমার বিশ্রামে পায় যত্ন,
ক্লান্ত পাজর কাতর মিনতি করে ;
হৃদয়ে আমার শত বিষন্ন স্বপ্ন !
তবে ফিরে যাই, শিথিল শয্যা পরে
অন্ধকারের পর্দা জড়ানো ঘরে
শুশ্রূষাময় কালিমায় হই মগ্ন !’

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *