দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
কুলীন কায়স্থ রাধাকৃষ্ণ মিত্রের পিতার নাম কালীপ্রসাদ মিত্র এবং পিতামহের নাম মনোহর মিত্র। বিখ্যাত ধনী রাম দুলাল দে’র জ্যেষ্ঠা কন্যার সঙ্গে তাঁর বিবাহ হয়। তিনি ছিলেন অত্যন্ত গোঁড়া হিন্দু; ধর্মীয় প্রেরণায় তিনি কাশীতে শিব মন্দির প্রতিষ্ঠা ও উৎসর্গ করেন। তাঁর পাঁচ পুত্র : জয়কৃষ্ণ, রাজকৃষ্ণ, গোপালকৃষ্ণ, জীবনকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ। মধ্যম রাজকৃষ্ণ সে-সময়ের সুপ্রতিষ্ঠিত মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের বেনিয়ান ও এজেন্ট হয়ে প্রভূত অর্থ উপার্জন করেন। ব্যবসার-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তাঁর জ্ঞান ছিল গভীর; নতুন ও জটিল বিষয় শেখার আগ্রহও ছিল তাঁর প্রচুর মৃত্যুকালে তিনি এক বুদ্ধিমান পুত্র রেখে যান– এঁর নাম অমরকৃষ্ণ।
রাধাকৃষ্ণ মিত্রের চতুর্থ পুত্র জীবনকৃষ্ণের দুই পুত্র : কুমারকৃষ্ণ ও কুমুদকৃষ্ণ। রাধাকৃষ্ণের অন্যান্য পুত্রগণ ছিলেন নিঃসন্তান।
এই পরিবারের কলকাতার ভূসম্পত্তি ও ২৪ পরগণাস্থিত জমিদারী বর্তমানে ফ্যামিলি ট্রাস্ট ফান্ডের পরিচালনাধীন।
বাবু কুমারকৃষ্ণ মিত্র এখন এই পরিবারের কর্তা। আগ্রহ সহকারে তিনি বিষয়সম্পত্তি দেখাশোনা করেন। এই যুবক সচ্চরিত্র এবং দানশীল। তিনি ও এই পরিবারের অন্যান্য মানুষ হিন্দুধর্মের বিধিবিধান কঠোরভাবে মেনে চলেন।