পুরাকালের এক রাজা। দম্ভোদ্ভব সবাইকে প্রশ্ন করতেন ওঁর তুল্য যোদ্ধা আর কেউ আছে নাকি। এক তপস্বী তখন ওঁকে বললেন যে, গন্ধমাদন পর্বতে নর ও নারায়ণ নামে দুজন তপস্যারত ঋষি রয়েছেন,তাঁরা রাজার চেয়ে বেশি শক্তিশালী। দম্ভোদ্ভব তখন সসৈন্যে তাঁদের আশ্রমে গিয়ে ওঁদের যুদ্ধে আহবান করলেন। নর আর নারায়ণ ঋষি ওঁকে আশ্রমে শান্তি নষ্ট না করতে অনুরোধ করলেও উনি শুনলেন না, বারবার যুদ্ধ প্রার্থনা করলেন। তখন নর ঋষি এক মুষ্টি ঈষীকা (কাশ তৃণ) নিয়ে ওঁকে যুদ্ধে প্রস্তুত হতে বললেন। রাজা ও ওঁর সৈন্যদের শর নর ঋষির কোনও ক্ষতি করতে পারলো না। কিন্তু নর ঋষি নিক্ষিপ্ত ঈষিকা সৈন্যদের সর্বাঙ্গ বিদ্ধ করতে লাগলো। তখন রাজা নর ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এই নর ঋষিই অর্জুন হয়ে জন্মেছিলেন।