প্রজাপতি ত্বষ্টার ত্রিমস্তক বিশিষ্ট পুত্র। ইন্দ্রের প্রতি বিরূপতা বশত ত্বষ্টা এই পুত্রের জন্ম দেন। ত্রিশিরা ইন্দ্রত্ব লাভ করার জন্য তপস্যা শুরু করতে ইন্দ্র ভীত হয়ে অপ্সরাদের পাঠালেন যাতে ত্রিশিরার তপোভঙ্গ হয়। কিন্তু অপ্সরারা ত্রিশিরাকে বিচলিত করতে পারলেন না। ইন্দ্র তখন ত্রিশিরার ওপর ওঁর বজ্র নিক্ষেপ করলেন। ত্রিশিরার মৃত্যু হলেও তাঁর তিনটি মস্তকই জীবিত রইলো। ইন্দ্র একটি বর্ধকীকে (ছুতর) দিয়ে ত্রিশিরার মস্তকগুলির ছেদন করলে তার ভেতর হতে চাতক শ্যেন ও তিত্তির পক্ষীর দল নির্গত হয়।