৯) জাবির ইবনু আবদিল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নাবী (সাঃ) ক্বিবলাকে সামনে রেখে মলত্যাগ বা প্রস্রাব করতে নিষেধ করেছেন। আমি তাঁর মৃত্যুর এক বছর আগে তাঁকে ক্বিবলার দিকে মুখ করে মলত্যাগ বা প্রস্রাব করতে দেখেছি।
-সহীহ্। ইবনু মাজাহ- (৩৫২)
এ অনুচ্ছেদে আবু কাতাদা, আয়িশাহ্ ও আম্মার (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে জাবিরের হাদীসটি হাসান গারীব।