৭) ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নাবী (সাঃ) যখন পায়খানা থেকে বের হতেন তখন বলতেনঃ ‘(হে আল্লাহ্!) আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি’। -সহীহ্। ইবনু মাজাহ-(৩০০) আবু ‘ঈসা বলেন, হাদীসটি হাসান গারীব। আমি শুধু ইউসুফ ইবনু আবু বুরদার সূত্রে ইসরাঈলের বর্ণনার মাধ্যমেই এ হাদীস জানোতে পেরেছি। আবু বুরদা ইবনু আবু মুসার নাম হল ‘আমির ইবনু ‘আবদুল্লাহ্ ইবনু কাইস আল-আশ্’আরী। এ অনুচ্ছেদে শুধু ‘আয়িশাহ্ (রাঃ)-এর সূত্রে নাবী (সাঃ) হতে বর্ণিত এ হাদীস ব্যতীত অন্য কোন হাদীস আমরা জানিনা।