তিরমিজী হাদিস ৩

৩) আলী (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী (সাঃ) বলেনঃ পবিত্রতা নামাযের চাবি; তাকবীর তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হারামকারী এবং সালাম তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হালালকারী।
-হাসান সহীহ্। ইবনু মাজাহ্‌- (২৭৫)
আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে এ হাদীসটি সবচাইতে সহীহ্ এবং উত্তম। আবদুল্লাহ্‌ ইবনু মুহাম্মাদ ইবনু আকীল অতিশয় সত্যবাদী লোক। কিন্তু কিছু সংখ্যক বিশেষজ্ঞ তাঁর স্মরণশক্তির ব্যাপারে সমালোচনা করেছেন। আবু ঈসা বলেনঃ আমি মুহাম্মাদ ইবনু ইসমাঈলকে (ইমাম বুখারী) বলতে শুনেছি, আহমাদ ইবনু হাম্বল, ইসহাক ইবনু ইবরাহীম এবং হুমাইদী (রাহঃ) আবদুল্লাহ্‌ ইবনু মুহাম্মাদ ইবনু আকীলের হাদীসকে প্রমাণ হিসেবে নিয়েছেন। মুহাম্মাদ বলেন, তাঁর হাদীস বলতে গেলে গ্রহণযোগ্যই। আবু ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে জাবির এবং আবু সাঈদ (রাঃ)-এর হাদীসও রয়েছে।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *