আবু হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ)্ বলেছেনঃ যখন কোন মু’মিন অথবা মুসলিম বান্দা ওযূ করে এবং মুখমন্ডল ধোয়, তার মুখমন্ডল হতে তার চোখের দ্বারা কৃত সকল গুনাহ্ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায়। যখন সে তার দু’হাত ধোয়, তার দু’হাতে কৃত সকল গুনাহ্ তার হাত হতে পানির সাথে অথবা পানির অবশিষ্ট বিন্দুর সাথে দূরীভূত হয়ে যায়। অতঃপর সে সকল গুনাহ্ হতে পবিত্র হয়ে যায়।
-সহীহ্। আত্তা’লীকুর রাগীব- (১/৯৫)
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ্। এ হাদীসটি মালিক সুহাইল হতে, তিনি তাঁর পিতার সূত্রে এবং তিনি আবু হুরাইরাহ্ (রাঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন। আবু সালিহ হচ্ছেন সুহাইলের পিতা। তাঁর নাম যাকওয়ান। আবু হুরাইরাহ্ (রাঃ)-এর আসল নাম নিয়ে মতবিরোধ আছে। কেউ বলেছেন, তাঁর নাম আবদুশ শামস, আবার কেউ বলেছেন তাঁর নাম আবদুল্লাহ্ ইবনু আমর। মুহাম্মাদ ইবনু ইসমা’ঈল (ইমাম বুখারী) এ ধরনের কথাই বলেছেন এবং এটাই সবচেয়ে সহীহ্। এ অনুচ্ছেদে উসমান, সাওবান, সুনাবিহী, আমর ইবনু আবাসা, সালমান ও আবদুল্লাহ্ ইবনু আমর (রাঃ) প্রমুখ সাহাবীদের বর্ণিত হাদীস রয়েছে। সুনাবিহী যিনি আবু বাক্র (রাঃ)-এর নিকট হতে হাদীস বর্ণনা করেছেন। তিনি রাসুলুল্লাহ (সাঃ)্ -এর কাছ থেকে কোন হাদীস শুনেননি। তাঁর নাম আবদুর রাহমান ইবনু উসাইলা এবং ডাকনাম ছিল আবু আবদুল্লাহ্। তিনি রাসুলুল্লাহ (সাঃ)্ -এর সাথে দেখা করার জন্যে বের হয়েছিলেন, কিন্তু রাস্তায় থাকাকালীন সময়েই রাসুলুল্লাহ (সাঃ)্ মারা যান। তিনি রাসুলুল্লাহ (সাঃ)্ -এর বহু হাদীস বর্ণনা করেছেন। আরেক সুনাবিহী ইবনুল আ’সার আল-আহমাসী নামে পরিচিত। তিনি রাসুলুল্লাহ (সাঃ)্ -এর সাহাবী। তাঁর বর্ণিত হাদীস হলঃ আমি রাসুলুল্লাহ (সাঃ)্ -কে বলতে শুনেছিঃ পূর্ববর্তী উম্মাতদের নিকট আমি তোমাদের সংখ্যাধিক্যের গৌরব করব। অতএব, আমি মারা যাবার পর তোমরা যেন একে অপরের সাথে ফিতনা-ফ্যাসাদে জড়িয়ে না পড়’।