তাপমাত্রা
দু-একটা শব্দ নিয়ে সময়গুলো বেশ চেনা যায়। যেমন, ডানা।
যদিও আমাদের কবিতা থেকে
ঐ ডানাকে এবার আমরা ছেঁটে দিয়েছি। স্পর্শ শব্দটাকে
আমরা ভালবাসার জন্য সরিয়ে রেখেছি, বৃত্তকে
ফেলে রেখে এসেছি রাস্তায়। দ্যাখো ছোকরা আমি
বলতে চাই; আগুন আগুনের মতো ব্যবহার করবে
জল জলের মতো___
ম্যাডাম চক্রবর্তী যেমন লেখেন ঠিক তেমনিভাবেই লিখবেন তিনি;
অ্যাসিড আর ওঁ শান্তি… সময়, আমাদের নয়…