তাজমহল

তাজমহল

সাজাহাঁর শুভ্রকীৰ্ত্তি, অটল সুন্দর!
অক্ষুণ্ণ অজর দেহ মৰ্ম্মরে রচিত,
নীলা পান্না পোখ্‌রাজে অন্তর খচিত।
তুমি হাস, কোথা আজ দারা সেকন্দর?

সকলি সদর তব, নাহিক অন্দর,
ব্যক্ত রূপ স্তরে স্তরে রয়েছে সঞ্চিত।
প্রেমের রহস্যে কিন্তু একান্ত বঞ্চিত,
ছায়ামায়াশূন্য তব হৃদয়-কন্দর!

মুম্‌তাজ! তাজ নহে বেদনার মূৰ্ত্তি।
—শিল্প-সৃষ্টি-আনন্দের অকুষ্ঠিত স্ফূর্ত্তি॥

আঁখিতে সুর্ম্মা-রেখা, অধরে তাম্বূল,
হেনায় রঞ্জিত তব নখাগ্র রাতুল,
জরিতে জড়িত বেণী, রুমালে স্তাম্বূল,—
বাদ্‌শার ছিলে তুমি খেলার পুতুল!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *