তরুণ তাপস
রাঙা পথের ভাঙন-ব্রতী অগ্রপথিক দল ! নাম রে ধুলায়−বর্তমানের মর্তপানে চল॥ ভবিষ্যতের স্বর্গ লাগি শূন্যে চেয়ে আছিস জাগি অতীতকালের রত্ন মাগি নামলি রসাতল। অন্ধ মাতাল! শূন্য পাতাল, হাতালি নিষ্ফল॥ ভোল রে চির-পুরাতনের সনাতনের বোল। তরুণ তাপস! নতুন জগৎ সৃষ্টি করে তোল। আদিম যুগের পুথির বাণী আজও কি তুই চলবি মানি ? কালের বুড়ো টানছে ঘানি তুই সে বাঁধন খোল। অভিজাতের পানসে বিলাস–দুখের তাপস ! ভোল॥