তবু কোনোদিন
জামা দিয়েছিল আলাদীন
ভাষা দিয়েছিল প্রেমিকারা
মুছে যায় শেয়ারবাজারে
আমাদের ভালবাসাবাসি।
অথবা ছিল না ভালবাসা
প্রতিদিন অপমান জ্বর
চাল ডাল নুনের শাসনে
নতুন পাচিল ওঠে রোজ।
তবু তো হঠাৎ কোনোদিন
এইসব রাহাজানি ভুলে
মাঝরাতে ছাদে উঠে এসে
চেয়ে দেখি পৃথিবীর মুখ…
অবসাদ মিথ্যে মনে হয়
কোথা থেকে কথা ভেসে আসে
‘মাই গড, শি ইজ হিয়্যার’
জেগে থাকে আসমানি আলো।