সূর্যদেবের কন্যা,সাবিত্রীর কনিষ্ঠা ভগিনী এবং পুরু বংশীয় রাজা সংবরণের পত্নী। ওঁদের পুত্র কুরুর নাম থেকেই বিখ্যাত কুরু বংশের উৎপত্তি। একদিন রাজা সংবরণ (রাজা ঋক্ষের পুত্র) মৃগয়া করতে গিয়ে অতুলনীয় রূপবতী সূর্য-কন্যা তপতীকে দেখতে পেলেন। কিন্তু পরিচয় জানার আগেই তপতী মেঘমধ্যে অন্তর্হিত হলেন। পরে রাজাকে মোহগ্রস্থ হয়ে ভূমি-শয্যা নিতে দেখে, তপতী ফিরে এসে তাঁকে উঠতে বললেন। সংবরণ অস্পষ্ট ভাবে তপতীকে যা বললেন তার অর্থ হল যে, তপতীকে না পেলে তাঁর প্রাণবিয়োগ হবে। তপতী জানালেন যে, তিনিও সংবরণের অনুরক্তা। কিন্তু তিনি পিতার অধীন। সুতরাং সংবরণকে ওঁর পিতাকে আগে প্রীত করতে হবে। সংবরণ তখন একাগ্র চিত্তে বশিষ্ঠ মুনিকে স্মরণ করতে লাগলেন। দ্বাদশ দিনের দিন বশিষ্ঠ মুনি দেখা দিলেন। যোগবলে সব কিছু জেনে তিনি সূর্য-দেবের কাছে গিয়ে সংবরণের জন্য তপতীকে প্রার্থনা করলেন। সূর্যদেব সন্মত হয়ে তপতীকে দান করলে,বশিষ্ঠ মুনি তপতীকে নিয়ে এসে সংবরণের সঙ্গে তাঁর বিবাহ দেন।