জোড়াসাঁকোর পাল পরিবার
তিনি বংশীয় কালীচরণ পাল থেকে কলকাতায় এই বংশের সূত্রপাত। এঁর তিন পুত্র–নাথু, দয়ারাম ও রাধাচরণ। তিনজনেই দান ও ধর্মনিষ্ঠার জন্য খ্যাতি লাভ করেছিলেন। কলকাতার উপকণ্ঠের মানুষদের জলকষ্ট নিবারণের জন্য এঁরা কয়েকটি পানীয় জলের পুকুর কাটিয়ে দেন।
রাধাচরণের বর্তমানে একমাত্র জীবিত পুত্র রামগোবিন্দের মধ্যেও পিতৃপুরুষের সকল সদগুণ বর্তমান। ধর্মকর্ম ও দানধ্যান তিনি বহু সময় ও অর্থ ব্যয় করেন। কালীঘাট মন্দিরে যাবার পথটি তীর্থযাত্রীদের উপকারার্থ তিনি নিজ ব্যয়ে চুনার পাথর দিয়ে বাঁধিয়ে দেন; এজন্য তাঁর ব্যয় হয় ২,৫০০ টাকা। এছাড়া খড়দহ শ্মশানযাত্রীদের জন্য তিনি একটি বিশ্রাম নিবাসসহ একটি ঘাট নির্মাণ করিয়ে দেন; এই বাবদ তাঁর ব্যয় হয় ২৪,০০০ টাকা। এর ফলে জনগণের বহুকালের একটি অসুবিধা দূর হয়। তাঁর এই সৎ কাজের জন্য জনগণ ও সরকার, সকল পক্ষই সাধুবাদ জানান।