জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না
জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না
ছেড়েছি ছেড়েছি নাথ তব প্রেম-কামনা —
এক ভিক্ষা মাগি হায় — নিরাশ কোরো না তায়
শেষ ভিক্ষা শেষ আশা — অন্তিম বাসনা —
এ জন্মের তরে সখা — আর তো হবে না দেখা
তুমি সুখে থেকো নাথ কী কহিব আর
একবার বোসো হেথা ভালো করে কও কথা
যে নামে ডাকিতে সখা ডাকো একবার —
ওকি সখা কেঁদোনাকো — দুখিনীর কথা রাখো
আমি গেলে বলো নাথ — কী ক্ষতি তাহার?
যাই সখা যাই তবে — ছাড়ি তোমাদের সবে —
সময় আসিছে কাছে বিদায় বিদায় ট্ট
১৮৭৪-১৮৮২ খৃস্টাব্দ