বিখ্যাত মুনি, যিনি পিতৃপুরুষের হিতার্থে নাগরাজ বাসুকির ভগিনী জরৎকারুকে বিবাহ করেছিলেন। সূর্যাস্ত যাচ্ছে দেখে একদিন নিদ্রিত জরৎকারুকে তাঁর পত্নী জাগিয়ে দিলেন যাতে মহর্ষি সন্ধ্যাকৃত্য সময়মত করতে পারেন। কিন্তু জরৎকারু তাতে পত্নীর প্রতি অসন্তুষ্ট হয়ে তাঁকে ত্যাগ করলেন। ব্রহ্মা ভবিষ্যত্বাণী করেছিলেন যে, বাসুকির ভগিনী জরৎকারুর গর্ভে তপস্বী জরৎকারুর যে পুত্র জন্মাবে তিনিই ধার্মিক সর্পগণকে রক্ষা করবেন। জরৎকারু চলে যাবার কিছুদিন পরেই ওঁদের পুত্র আস্তিকের জন্ম হয়।