পাহাড়গুলো জড়ো করলে যে পাহাড় হবে,
সাগরগুলো মিশিয়ে দিলে যে সাগর হবে –সেরকম কিছু ইচ্ছে করে।
শেষ হতে না চাওয়া আকাশের মতো কিছু।
তোমাকে ছুঁলেই তুমি ফুরিয়ে যাও,
মনের তো নয়ই , যে আঙুলে ছুঁই, সেটিরও কিছু মেটেনা।
তিয়াশ মেটাবো বলে যার তার কাছে যাই, সে কি আজ থেকে!
মেটেনি কোনওদিন।
আমাকে জড়ো করে করে যে আমি হই, তাকে পুড়িয়ে ছাই করে
তুমি বিখ্যাত হলে।
এক দুই করে করে অনেকগুলো বছর
তোমাকে জড়ো করে করে তোমাকে পাইনি,
স্পর্শের আগেই ভেঙে গেছ, চুম্বনের ঢের আগেই গুঁড়ো গুঁড়ো হয়ে
জানি না তোমার কোন ঈশ্বরের দিকে উর্ধ্বশ্বাসে উড়েছো।
তোমাকে চাওয়া তো শুধু তোমাকেই চাওয়া নয়।
চাওয়াগুলো পাওয়ার আড়ালে ঘাঁপটি মেরে থাকে
পাতার আড়ালের পোকার মতো।
চাওয়াগুলো চিবিয়ে খায় আমাকে, চাওয়াগুলোকে গিলে ফেলি আমি
ভয়ে।