ঘুম আর স্বপ্নের মহড়া

কত দিন ঘুমের ভেতরে এই অনন্ত এস্রাজ, জলপরিদের
ডানার কল্লোল
বাতাসে উড়ছে তার উত্তাল সোনালি চুল,
এই অস্থির স্বপ্নের মধ্যে হারিয়েছি সুখের শৈশব।

আজ যতই খুলতে যাই ঘুমের তুড়িতে সেই নিঃশব্দ দরোজা
অন্ধ প্রাচীর
নেমে আসে সহস্র উলঙ্গ রাত্রি, উলঙ্গ আঁধার
এইখানে আর কোনো শব্দ ঘ্রাণ উদ্ভাসন নেই।

এই অখণ্ড ঘুমের খাতা, স্বপ্নে খসড়া বই
পরিদের আঙুলের ছাপ
রুপোর মুদ্রার মতো নেমেছে অঝোর বৃষ্টি,
এই মেঘের সৌরভে বুঝি দূরে ভেসে যায়,
ঠিকই জানি, বেঁচে থাকা শুধু এই ঘুম আর স্বপ্নের মহড়া।

সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৮, ২০১১

3 Comments
Collapse Comments

বেঁচে থাকা শুধু এই ঘুম আর স্বপ্নের মহড়া কাজ কখন কর‍ব‍ ঘুম আর স্বপ্নে থাক‍লে

Bishakha Mookherjee August 9, 2016 at 12:34 pm

Pathetic.

অসাধারণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *