।। গ্রন্থ পরিচয় তথা সমাপ্তি।।
ব্যাসানু গমনং পূর্বং ব্রহ্মান্ডস্য সমুদ্ভবঃ। মায়া চ বৈষ্ণবী যস্মাৎ সংসারে দোষকীর্তনম্।।১।। পাপভেদস্ততস্তস্মাচ্ছ্বভাশুভবিনির্ণয়। শকট ব্রতমাহাত্ম্যং তিলকব্ৰতকীৰ্তনম্।।২। অশোক করবীরাখ্যাং ব্রতং তস্মাচ্চ কোকিলম্। বৃহত্তপোব্রতং নাম রুদোরাপোষনমেব চ।।৩।। দ্বিতীয়াব্রতমাত্ম্যমশূন্য শয়নং তথা। কামাখ্যা তু দ্বিতীয়া চ মেঘপালীব্ৰতং তথা।।৪।।
।। গ্রন্থ পরিচয় এবং সমাপ্তি।।
এই অধ্যায়ে গ্রন্থ সমাপ্তি বর্ণন করা হয়েছে। যে বৃত্তান্ত এখানে রয়েছে তার বর্ণন করা হয়েছে। সর্বপ্রথম ব্যাসের অনুগমন রয়েছে। ব্রহ্মান্ডের সমুদ্ভব বর্ণন করা হয়েছে। পুনরায় ব্রহ্মান্ডের বৈষ্ণবী মায়া বর্ণিত হয়েছে। অতঃপর সংসারে যে দোষ তার কীর্তন করা হয়েছে। অতঃপর পাপের বিভিন্ন প্রকার ভেদ বর্ণন করা হয়েছে। তারপর শুভ এবং অশুভ বিশেষ নির্ণয় করা হয়েছে। ব্রত মাহাত্ম্য বর্ণন করা হয়েছে তারপর তিলব্রত বিষয়ে তার বিধান তথা ফলাদি কীর্তন করা হয়েছে।। ১-২।
অনন্তর অশোক ব্রত বিধান এবং তার পরকরবীর নামক ব্রত বর্ণন করা হয়েছে। এরপর কোকিল ব্রত বিষয়ে বলা হয়েছে। তার পর বৃহৎ তপোব্রত, রুদ্র পোষণ, দ্বিতীয় ব্রত, অশূন্য শরণ, কামাক্ষ্যা এবং তৃতীয় তথা মেঘপালী ব্রত বর্ণন করা হয়েছে।। ৩-৪।।
পঞ্চাগ্নিসাধনা রম্যা তৃতীয়া ব্ৰতমুত্তমম্। ত্রেরাত্রং গোষ্পদং নাম হরকালী ব্রতং তথা।।৫।। ললিতাখ্যা তৃতীয়া চ যোগাখ্যা চ পথাপরা। উমামহেশ্বরং নাথ তথা রম্ভাতৃতীয়কম্।।৬।। সোভাগ্যখ্যা তৃতীয়া চ আর্দ্রানন্দনকরী তথা। চৈত্রে ভাদ্রপদে মাঘে তৃতীয়া ব্ৰতমুচ্যতে।।৭।। অনন্তরী তৃতীয়া চ গণশান্তিব্ৰতং তথা। সারস্বতব্রতং নাম পঞ্চমীব্ৰতং মুচ্যতে।।৮।। তথা শ্রীপঞ্চমী নাম ষষ্ঠী শোকপ্রণাশিনী। যালযষ্ঠী চ মদারযষ্ঠীব্রতমথোচ্যতে।।৯।। ললিতা ব্রতষষ্ঠী চ ষষ্ঠী কার্তিক সংজ্ঞিতা। মহত্তপঃ সপ্তমী চ বিভূষা সপ্তমী তথা।।১০।। আদিত্যমন্ডপবিধিমত্রয়োদশীতি সপ্তমী। কৃকবাকুল্পবংগা চ তথৈবাভয় সপ্তমী।।১১।
অতঃপর রম্যপঞ্চাগ্নি সাধনা, উত্তম তৃতীয়া ব্রত মাহাত্ম্য ত্রিরাত্রি গোম্পাদ ব্রত, কালীব্রত, ললিতাখ্যা তৃতীয়া তথা যোগাখ্যা বর্ণিত হয়েছে। তারপর উমা মহেশ্বর নামক রম্ভা তৃতীয়ক ব্রত, সৌভাগ্য নামক তৃতীয়া তথা আৰ্দ্ৰা নাদকারী ব্রত বর্ণন করা হয়েছে। তৃতীয়াব্রত চৈত্র ভাদ্রপদ এবং মাঘমাসের বর্ণনা করা হয়েছে।। তারপর অনন্তরী তৃতীয়া ব্রত তথা গণশান্তি ব্ৰত বৰ্ণন করা হয়েছে। পুনরায় সারস্বত ব্রত এবং পুন পঞ্চশ্রী ব্রত, শ্রী পঞ্চমী ব্রত, শোক প্রণাশিনী ষষ্ঠী-ফলাষষ্ঠী, মাদার ষষ্ঠী, ললিতা ব্রত ষষ্ঠী, তথা সংঞ্চিতা ষষ্ঠী বিষয়ে আলোচনা করা হয়েছে। অতঃপর উপরান্ত মহত্তপ ৭মী তথা বিভূষা ৭মী বর্ণন করা হয়েছে। অতঃপর আদিত্য মন্ডপাবিধি এয়োদশী বর্ণন করা হয়েছে। পুনরায় ৭মী কৃষবাহু প্লবংগা এবং অভয় ৭মী বর্ণনা করা হয়েছে।। ৫-১১।।
কল্যাণ সপ্তমী নাম শর্করা সপ্তমী ব্রতম্। সপ্তমী কমলাখ্যা চ তথান্যা শুভ সপ্তমী।।১২।। স্বপনব্রত সপ্তমৌ তথৈবাচল সপ্তমী। বুধাষ্টমীব্রতং নাম তথা জন্মাষ্টমী ব্রতম্।১৩। দূর্বাকৃষ্ণাষ্টমী প্রোক্তা অনয়া ব্ৰতমষ্টমী। অষ্টম্যকাষ্টমী চাথ শ্রীবৃক্ষনবমী ব্ৰতম্।।১৪।। ধ্বজাখ্যা নবমী চৈব উল্কাখ্যা নবমী তথা। দশাবতার ব্রতবং তথাশাদশমীব্রতম্।।১৫।। রোহিনী হরিশম্ভু ব্রহ্মসূর্যাবিয়োগকম্। গোবৎস দ্বাদশী নাম ব্রত মুক্তং ততঃ পরম্।।১৬।। নীরাজনদ্বাদশী চ ভীষ্মপঞ্চকমেব চ। মল্লিকাখ্যা দ্বাদশী চ ভীমা দ্বাদশীকোত্তমা।। ১৭।। শ্রবণদ্বাদশী নাম সংপ্রাপ্তিদ্বাদশীব্রতম্। গোবিন্দদ্বাদশী নাম ব্রতমুক্তং ততঃ পরম্।।১৮।।
কল্যাণ ৭মী এবং শর্করা ৭মী ব্রত, কমলা নাম্নী ৭মী ব্রত বিষয়ে বিধি বিধান পূর্ণ বিবেচন, স্থাপন ৭মী ব্রত, ৭মী এবং অচল ৭মী ব্রতের সাঙ্গ পাঙ্গ বর্ণন করা হয়েছে। অনন্তর বুধাষ্টমী ব্রত, জন্মাষ্টমী এবং দুর্বা কৃষ্ণাষ্টমী ব্রত, জন্মাষ্টমী ব্রত এবং অচষ্টামী ব্রত বর্ণন করা হয়েছে। অষ্টমী ব্রতের পর এই বিশাল গ্রন্থে নবমী ব্রতের বর্ণনা করা হয়েছে।। ১২-১৪।।
ধ্বজা নামক নবমী-উল্কা নামে কথিত নবমী ব্রতের সবিবরণ বর্ণনা করা হয়েছে। অতঃপর দশাবতারক ব্রত তথা আশাদশমী ব্রতের উল্লেখ রয়েছে। অতপর রোহিনীন্দ্র হরি শম্ভু ব্রহ্মা সূর্য বিয়োগক বর্ণনা করা হয়েছে। অতপর গোবৎস দ্বাদশী ব্রত কথিত হয়েছে।। ১৫-১৬।।
অখন্ডদ্বাদশী নাম তিলদ্বাদশ্যতঃ পরম্। সুকৃতদ্বাদশী নাম ধরণী ব্ৰতমেব চ।।১৯।। বিশোকদ্বাদশী নাম বিভৃতি দ্বাদশী ব্রতম্। পূণ্যহ্মদ্বাদশী চৈব অংক পাদব্রতং তথা।।২০।। নিম্বার্কবারবীরাথ যষা দর্শত্রয়োদশী। অনংগাদ্ধদশী চাপিগালিরম্ভাব্রতে তথা।।২১।। চতুর্দশীব্রতং প্রোক্তং ততোহনন্ত চতুর্দশী। শ্রাবণী ব্ৰতনন্তং চ চত্যুৰ্দশ্যষ্টমীদিনে।।২২। ব্রতং শিবচতুর্দশ্যাং ফলত্যাগচতুর্দশী। বৈশাখী কার্তিকী মাখীব্ৰতমেতদনন্তরম্।।২৩।। কার্তিক্যাং কৃর্তিকাযোগে কৃত্তিকা ব্রতমীরিতম্। ফাল্গুনে পূর্ণিমায়াং তু ব্ৰতং পুনর্মনোরথম্।।২৪।। অশোকপূর্ণিমা নাম অনন্তব্ৰতমেব চ। ব্রতং হি সাম্ভরিষ্যং নক্ষত্র পুরুষব্রতম্।।২৫
জীরাজন দ্বাদশী–ভীষ্ম-পাঞ্চক মল্লিকা নামক দ্বাদশী, ভীমা দ্বাদশী, উত্তমা দ্বাদশী, শ্রবণ দ্বাদশী এবং সম্প্রপ্তি দ্বাদশী ব্রতের বর্ণনা রয়েছে। গোবিন্দ দ্বাদশী নামক ব্রতের উল্লেখ করা হয়েছে। পুনরায় বিশোক দ্বাদশী বিভৃতি দ্বাদশী পূর্ণক দ্বাদশী এবং শ্রবণ ক্ষগা দ্বাদশী ব্রতের উল্লেখ এই গ্রন্থে করা হয়েছে। তারপর অনঙ্গ দ্বাদশী অঙ্গপাদব্রত, নিম্বার্ক করবীরা যমা এবং দর্শত্রয়োদর্শী ব্রত বর্ণন করা হয়েছে। অনঙ্গ দ্বাদশী ও পালিরসভা ব্রতে বর্ণন করা হয়েছে।। ১৭-২১।।
শিবনক্ষত্রপুরুষং সম্পূর্ণং যেন মুচ্যতে। কামদানব্রতং নাম বৃত্তাকবিধিরেব চ।।২৬।। আদিত্যস্য দিনে নক্তং সংক্রাত্যুদ্যাপনে ফলম্। ভদ্রাব্রতম গস্ত্যার্থো নবচন্দ্ৰাৰ্কমেব চ।।২৭।। অর্ঘঃ শুক্লবৃহস্পত্যো পঞ্চাশীতি ব্রতনিচ। মাঘস্নানং নিত্যস্নাং রুদ্রস্নানবিধিস্তথা।।২৮।। চন্দ্ৰাৰ্ক গ্রহণে স্নানং বিধিক্ষচান্নাশনে তথা। বাপীকূপতড়াগানামুৎসর্গো বৃক্ষযাজনম্।।২৯।। দেবপূজাদীপদানবৃষোৎসর্গবিধিস্তথা। ফাল্গুন্যুৎসবকং নাম তথান্যঃ সদনোৎসবঃ।।৩০।।
অতঃপর চতুর্দশী ব্রতের বর্ণন করা হয়েছে। অনন্ত চতুর্দশী ব্রত শ্রাবণী ব্রত, নভা এবং চতুর্দশী অষ্টমী ব্রত, শিব চতুর্দশতী ব্রত, ফলত্যাগ চতুর্দশী বৈশাখী কার্তিনী এবং মাঘীব্রত বর্ণন করা হয়েছে। ফাল্গুন মাসের পূর্ণিমাতে যে ব্রত হয় তা পূর্ণমনোরথ ব্রত। কার্ত্তিক কৃত্তিকা নক্ষত্রের যোগে কৃত্তিকা ব্ৰত অনুষ্ঠিত হয়।
আশাক পূর্ণিমা নামক ব্রত তথা অনন্ত ব্রত সাম্ভরায়িন্য ব্রত নক্ষত্র পুরুষ ব্রত শিব নক্ষত্র পুরুষ ব্রত সম্পূর্ণ বলা হয়েছে। যাতে করে মানব সুক্তা হন। কামদান নামক ব্রত তথা হন্তাক বিধি ব্রত বর্ণন করা হয়েছে। ।।২২-২৬।।
আদিত্য দিনের রাত্রে সংক্রান্তি তিথিতে উদ্যাপনে ফল হয়। ভদ্ৰা ব্ৰত অগস্ত্যার্ধ্ব -নরচন্দ্রাকর্ষ -শুক্র এবং বৃহস্পতির অর্ধ এই প্রকান্তরে পিচ্যাসী ব্রত বর্ণন, মাঘ মাসে স্থান- নিত্যস্নান এবঙ রুদ্রস্নান বিধি বর্ণন করা হয়েছে।২৭-২৮।।
চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে স্নান তথা অন্ন আনন বিধি বর্ণন করা হয়েছে। বাপী কূপ-তড়াগ এই সকলের উৎসর্গ এবং বৃক্ষ যাজনও এই গ্রন্থে বর্ণিত হয়েছে।। ২৯।।
দেবপূজন -দীপদান-বৃষোৎসর্গ-এই সকল পরমপুণ্য কার্য, বিধি বিধানে তা এই গ্রন্থে বর্ণিত হয়েছে- যা মহাপাপ ক্ষয় করে।।৩০।।
ভূতমাতা চ শ্রাবণ্যাংরক্ষাবন্ধবিধিস্তথা। বিধিস্তথা নবমাস্তু তথা চন্দ্ৰমহোৎস্বঃ।।৩১।। দীপমালিকায়াং ত হোমো লক্ষহোমবিধিস্তথা। কোটিহোমো মহাশীতিগননাথস্য শান্তিকা।।৩২।। তথানক্ষত্ৰহোযোথ গোদালবিধিরৈব চ। গুড়ধেনু্যুতধেনু তিলধেনুব্রতং তথা।।৩৩।। জলধেনুবিধিঃ প্রোক্তো লবণস্য তথাপরা। ধেনুঃ কাৰ্যা সমং জ্ঞাত্ত্বা নবমীতস্য চাপরা। সুবর্ণধেনুশ্চ তথা দেবকাৰ্যং চিকীয়ুভিঃ।।৩৪।।
ভূতমাতা তথা রক্ষা সূত্রবন্ধন বিধি — নবমী বিধি এবং চন্দ্র মহোৎসবের পূর্ণ বিবরণের সঙ্গে এই গ্রন্থে বর্ণিত হয়েছে।।৩১।।
দীপমালিকাতে হোম, তথা লক্ষহোম বিধি–কোটি হোম মহাশীতি গণনাথ শান্তিবর্ণন করা হয়েছে।।৩২।।
নক্ষত্র হোম বর্ণন তথা গোদান বিধি–গুড় ধেনু, ঘৃত ধেনু, তিল ধেনু ব্রত বর্ণন করা হয়েছে। এই গ্রন্থে নরগণের কল্যাণার্থে পাপক্ষয়কারী কথা বর্ণিত হয়েছে।।৩৩-৩৪।।
-: সমাপ্তঃ :-