বিশ্বামিত্রের শিষ্য। বিশ্বামিত্র ওঁর কাছে গুরুদক্ষিণা হিসেবে আটশত অশ্ব চেয়েছিলেন যাদের কান্তি হবে চন্দ্র-শুভ্র আর একটি কর্ণ হবে শ্যামবর্ণ। সেই গুরু দক্ষিণা সংগ্রহের জন্য বিষ্ণুকে স্মরণ করলে বিষ্ণুর বাহন গরুড় ওঁকে যযাতির কাছে নিয়ে যান। যযাতি তাঁর কন্যা মাধবীকে গালবের হাতে দিয়ে বলেন যে,মাধবীর শুল্কস্বরূপ গালব নিশ্চয় অন্য রাজাদের কাছ থেকে তাঁর অভিষ্ট আটশত অশ্ব জোগাড় করতে পারবেন। গালবকে সাহায্য করতে মাধবী একে একে অযোধ্যা-রাজ হর্যশ্ব, কাশীরাজ দিবোদাস এবং ভোজরাজ উশীনরকে দেহদান করে তাঁদের তিন পুত্রের জন্ম দেন। এই ভাবে গালবের ছয়শত অশ্ব জোগাড় হয়। অবশিষ্ট অশ্ব জোগাড় না করতে পেরে গালব তার পরিবর্তে মাধবীকে বিশ্বামিত্রের হাতে সমর্পণ করেন। বিশ্বামিত্রের এক পুত্রের জন্ম দিয়ে মাধবী গালবের গুরুদক্ষিণা দেওয়া সম্পূর্ণ করেন। এরপর মাধবীকে যযাতির হাতে প্রত্যর্পণ করে গালব বনে তপস্যা করতে চলে যান। বহুদিন বাদে যযাতি যখন আত্মপ্রশংসা করার জন্য ইন্দ্রের আদেশে স্বর্গচ্যূত হয়ে অন্তরীক্ষে ওঁর চার দৌহিত্রের সঙ্গে ধর্মালাপ করছিলেন, তখন গালবও সেখানে উপস্থিত হন। নিজের তপস্যার পূণ্যফলের একাংশ দিয়ে তিনি যযাতিকে পুনর্বার স্বর্গে যেতে সাহায্য করেন।