গান : শৃঙ্খল ভাঙা সুর বাজে পায়ে

গান : শৃঙ্খল ভাঙা সুর বাজে পায়ে

শৃঙ্খল ভাঙা সুর বাজে পায়ে
ঝন্‌ ঝনা ঝন্‌ ঝন্‌
সর্বহারার বন্দী-শিবিরে
ধ্বংসের গর্জন ।
দিকে দিকে জাগে প্রস্তুত জনসৈন্য
পালাবে কোথায় ? রাস্তা তো নেই অন্য
হাড়ে রচা এই খোঁয়াড় তোমার জন্য
হে শত্রু দুষমন !
যুগান্ত জোড়া জড়রাত্রির শেষে
দিগন্তে দেখি স্তম্ভিত লাল আলো,
রুক্ষ মাঠেতে সবুজ ঘনায় এসে
নতুন দেশের যাত্রীরা চমকালো ।
চলতি ট্রেনের চাকায় গুঁড়ায়ে দম্ভ
পতাকা উড়াই : মিলিত জয়স্তম্ভ ।
মুক্তির ঝড়ে শত্রুরা হতভম্ব ।
আমরা কঠিন পণ

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *