গল্প-পরিচয়
গল্পগুলি যে-সব গল্পগ্রন্থ বা সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলি নীচের তালিকায় দেওয়া হল।
কর্তার কীর্তি— চুয়াচন্দন/ সরস গল্প। হসন্তী
রূপকথা— পঞ্চভূত/ সরস গল্প
মেথুশীলা— দন্তরুচি
মনে মনে— বুমের্যাং/ সরস গল্প
নারীর মূল্য— দন্তরুচি
বহুবিঘ্নানি— বুমের্যাং/ সরস গল্প/ হসন্তী
গ্রন্থকার— বুমের্যাং/ সরস গল্প/ হসন্তী
তিমিঙ্গিল— বুমের্যাং/ সরস গল্প/ হসন্তী
ভেন্ডেটা— বুমের্যাং/ সরস গল্প/ হসন্তী
জটিল ব্যাপার— বুমের্যাং/ সরস গল্প/ হসন্তী
আদিম নৃত্য— বুমের্যাং/ সরস গল্প/ হসন্তী
প্রতিদ্বন্দ্বী— বুমের্যাং/ সরস গল্প/ হসন্তী
কেতুর পুচ্ছ— বুমের্যাং
বরলাভ— দন্তরুচি
প্রেমের কথা— দন্তরুচি
ভালবাসা লিমিটেড— দন্তরুচি
সন্দেহজনক ব্যাপার— দন্তরুচি/ সরস গল্প/ হসন্তী
তন্দ্রাহরণ— বুমের্যাং/ শ্রেষ্ঠ গল্প
দন্তরুচি— দন্তরুচি
প্রেমিক— দন্তরুচি/ সরস গল্প
স্বর্গের বিচার— দন্তরুচি
অযাত্রা— দন্তরুচি
কুতুব-শীর্ষে— দন্তরুচি/ সরস গল্প/ হসন্তী
টুথ-ব্রাশ— দন্তরুচি/ সরস গল্প। হসন্তী
নাইট ক্লাব— দন্তরুচি
যস্মিন্ দেশে— গোপন কথা/ সরস গল্প/ আলোর নেশা/ হসন্তী/ কেন বাজাও কাঁকন
গ্যাঁড়া— দন্তরুচি
মাৎস্যন্যায়— দন্তরুচি
লম্পট— দন্তরুচি।
আরব সাগরের রসিকতা— দন্তরুচি/ সরস গল্প/ হসন্তী
এপিঠ ওপিঠ— দন্তরুচি/ সরস গল্প/ হসন্তী
ঝি— দন্তরুচি/ সরস গল্প/ হসন্তী
অসমাপ্ত— গোপন কথা/ সরস গল্প/ আলোর নেশা/কেন বাজাও কাঁকন
শাপে বর— দন্তরুচি
ভাল বাসা— গোপন কথা/ সরস গল্প/আলোর নেশা/ হসন্তী
আধিদৈবিক— সরস গল্প/ হসন্তী
ভূতোর চন্দ্রবিন্দু— গোপন কথা
সেকালিনী— গোপন কথা/ সরস গল্প/ আলোর নেশা/ হসন্তী
মুখোস— গোপন কথা/ সরস গল্প/ আলোর নেশা/ হসন্তী/ কেন বাজাও কাঁকন
পরীক্ষা— সরস গল্প
নূতন মানুষ— কানু কহে রাই
ভক্তিভাজন— সরস গল্প/ কানু কহে রাই/ হসন্তী
গ্রন্থি-রহস্য— সরস গল্প/ কানু কহে রাই/ হসন্তী
অলৌকিক— দন্তরুচি
সন্ন্যাস— কানু কহে রাই
আদায় কাঁচকলায়— দন্তরুচি
বনমানুষ— দন্তরুচি
শ্রেষ্ঠ বিসর্জন— দন্তরুচি
কা তব কান্তা— হসন্তী/ রঙীন নিমেষ।
যে সমস্ত গল্পগ্রন্থে এই সংকলনের গল্পগুলি অন্তর্ভুক্ত হয়েছে, তার সংক্ষিপ্ত পরিচয়:
চুয়াচন্দন
রমেশ ঘোষাল কর্তৃক প্রকাশিত। দ্বিতীয় সংস্করণ: ফাল্গুন ১৩৫২।
পৃ. [৪] + ১৫৮ + ৪। মূল্য: তিন টাকা।
প্রথম প্রকাশ: অগ্রহায়ণ ১৩৪২।
বুমের্যাং
কাত্যায়ণী বুক স্টল। প্রথম সংস্করণ: ১৩৪৫।
পৃ. [৬] + ২০৩। মূল্য: দুই টাকা।
উৎসর্গ: বাংলার মাসিক পত্রিকা/ সম্পাদক মহোদয়গণের/ করকমলে
“অস্ট্রেলিয়ান্ বুমের্যাং ছোঁড়া শিখি,
নবীন লেখক আমি—
রচনা পাঠাই সম্পাদকের কাছে,
ফিরে আসে পুনরায়
বাঁকা বুমের্যাং ঠিক।”
— চন্দ্রহাস
ভূমিকা: এই সংগ্রহের একাধিক গল্প বুমের্যাং জাতীয়। কিন্তু সন্তানের প্রতি মমতা স্বাভাবিক, তাই আপিলে উহাদের চরম আদালতের সম্মুখে উপস্থিত করিলাম। স্থির করিয়াছি, আপিলেও যদি দোষী সাব্যস্ত হয়, তবে উহাদের ত্যাজ্যপুত্র করিব; অপত্য স্নেহ আমাকে কর্তব্য পথ হইতে বিচলিত করিতে পারিবে না।
দন্তরুচি
এম সি সরকার অ্যান্ড সন্স লি.। পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ: পৌষ ১৩৬২।
পৃ. [৪] + ১৬৫। মূল্য: দুই টাকা আট আনা।
প্রথম সংস্করণ: রমেশ ঘোষাল কর্তৃক প্রকাশিত, ১৩৫২।
ভূমিকা: এই পুস্তকের একত্রিশটি গল্পে আকারগত হ্রস্বতা ছাড়া আর কোনও ঐক্য নাই; কেবলমাত্র দৈহিক ক্ষুদ্রতার অপরাধে ইহারা এক শ্রেণীভুক্ত হইয়াছে। অর্থাৎ একদল বেঁটে মানুষকে জাতিবর্ণ-নির্বিশেষে যদি একই পংক্তিতে বসিয়া আহার করিতে বাধ্য করা হয়, ইহাদের দশাও তাই।
উপরন্তু গল্পগুলিকে গুণানুক্রমিক কোনও প্রাধান্য না দিয়া কেবল নামের বর্ণানুক্রমে সাজানো হইয়াছে। ইহাতে পাঠকের সুবিধা হইবে কিনা জানি না, কিন্তু প্রকাশকের সুবিধা এই যে কাগজের দুর্মূল্যতার দিনে সূচী ছাপিতে হইবে না।
কয়েকটি গল্পে ‘আমি’ নামক কিম্ভুত ব্যক্তি গল্পের বক্তা। এই ‘আমি’-কে গ্রন্থকার মনে করিলে ভ্রম হইবে। বস্তুতঃ এই ‘আমি’ এক ব্যক্তি নয়,— গল্পভেদে তাহাদের বয়স, চরিত্র, দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ পৃথক।
পঞ্চভূত
বেঙ্গল পাবলিশার্স। প্রথম সংস্করণ: আশ্বিন ১৩৬২।
পৃ. [৪] + ১১৮। মূল্য: এক টাকা বারো আনা।
গোপন কথা
বেঙ্গল পাবলিশার্স। প্রথম সংস্করণ: মাঘ ১৩৫২।
পৃ. [৪] + ১৫৬। মূল্য: আড়াই টাকা।
উৎসর্গ: যিনি আমার সকল গোপন কথাই জানেন, যাঁর কাছে সব বিষয়েই ধরা পড়িয়া গিয়াছি, তাঁহাকেই এই গ্রন্থখানি অকপটতার নিদর্শনস্বরূপ উৎসর্গ করিলাম।
শ্রেষ্ঠ গল্প
অধ্যাপক জগদীশ ভট্টাচার্য সম্পাদিত। বেঙ্গল পাবলিশার্স। দ্বিতীয় সংস্করণ: শ্রাবণ ১৩৫৮।
পৃ. [৪] + + ২৬৮। মূল্য: পাঁচ টাকা।
সরস গল্প
মিত্র ও ঘোষ। প্রকাশ কাল মুদ্রিত নাই।
পৃ. [৪] + ১৯১। মূল্য: চার টাকা।
প্রথম প্রকাশ: ১৩৫৯
কানু কহে রাই
গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স। প্রথম সংস্করণ: বৈশাখ ১৩৬২।
পৃ. [৬] + ১৩০। মূল্য: দুই টাকা আট আনা।
আলোর নেশা
আর্ট ইউনিয়ন। প্রথম প্রকাশ: ১৩৬৫।
পৃ. ১২৭। মূল্য: দুই টাকা পঞ্চাশ নয়া পয়সা।
হসন্তী
বাক্ সাহিত্য। প্রথম সংস্করণ: চৈত্র ১৩৬৮।
পৃ. [৪] + ১৯৫। মূল্য: চার টাকা পঞ্চাশ নয়া পয়সা।
কেন বাজাও কাঁকন
মণ্ডল বুক হাউস। প্রথম প্রকাশ: শ্রাবণ ১৩৭১।
পৃ. ১১৯। মূল্য: দুই টাকা।
মুখবন্ধে উদ্ধৃতি:
কেন বাজাও কাঁকন কন কন কত ছল ভরে।
ওগো, ঘরে ফিরে চল কনককলসে জল ভরে॥
বইটি কয়েকটি পুরাতন গল্পের সংকলন। গল্পগুলি পূর্বে ‘আলোর নেশা’ গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল।
রঙীন নিমেষ
গ্রন্থ প্রকাশ। প্রথম প্রকাশ: ফাল্গুন ১৩৭২।
পৃ. [৪] + ১৫৮। মূল্য: চার টাকা পঞ্চাশ পয়সা।
কা তব কান্তা গল্পটি পূর্বে হসন্তী গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। বইটি সম্পর্কে রমেশচন্দ্র মজুমদারের মন্তব্য: ‘…পূর্ব বাংলায় চলিত কথা আছে যে রাঁধুনীর গুণে সাধারণ দ্রব্যেরও অপূর্ব আস্বাদন হয়। আপনার বই পড়ে মনে হল— রচনার গুণে সাধারণ কাহিনীর মধ্য দিয়ে কিরূপ অপূর্ব সাহিত্যরস সৃষ্টি এবং মনুষ্যচিত্তের সূক্ষ্ম বিশ্লেষণ করা যায় এ বইখানি তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। যেগুলি সত্য কাহিনীরূপে বর্ণনা করেছেন—তা যদি সত্য হয়—বলব অদ্ভুত; আর কল্পনার সৃষ্টি হলে বলব অপূর্ব ও সরস। ‘কিষ্টোলাল’ টাঙ্গাওয়ালা, গোদাবরী ও ডিক্টেটর— এই শ্রেণীভুক্ত। ভূতের গল্পগুলিও বর্ণনা চাতুর্যে অভিনব। ‘কা তব কান্তা’ সম্বন্ধে এইটুকু বক্তব্য যে বন্ধুদের মধ্যে সাময়িকভাবে পত্নী বিনিময়—গ্রীক রোমক সভ্যতায় প্রচলিত ছিল। সুতরাং বর্তমান ও ভবিষ্যতে যাহাই হউক অতীতে ইহা সত্য ছিল।’ (চিঠি, তারিখ ১৯ মার্চ ১৯৬৬)
——