গন্ধর্ব

দেবযোনী অর্থাৎ উপদেবতা (বা অর্ধদেবতা) – নর ও দেবতার মধ্যবর্তী। যক্ষ, গন্ধর্ব ও রাক্ষস – এঁরা সবাই সমপর্যায়ভুক্ত এবং স্বেচ্ছাবিহারী আকাশচারী। সাধারণত এঁদের বিচরণ সন্ধ্যার পূর্ব থেকে সমগ্র রজনীভাগ। সঙ্গীতে পারদর্শী গন্ধর্বরা ছিলেন ইন্দ্রের অনুগামী। স্বর্গে অপ্সরাদের নৃত্যের সঙ্গে এঁরা বাদ্যযন্ত্রাদি বাজাতেন ও গাইতেন। হাহা, হুহু, চিত্ররথ (অঙ্গারপর্ণ), হংস, বিশ্বাবসু, গোমায়ু, নন্দি, তুম্বুরু ও মাদ্য – গন্ধর্ব হিসেবে প্রসিদ্ধ। গন্ধর্বীদের মধ্যে কুম্ভীনসী (অঙ্গারপর্ণের পত্নী), দুন্দভী, (ইনি মন্থরা নাম নিয়ে কুব্জারূপে জন্ম গ্রহণ করে দশরথপত্নী কৈকেয়ীকে কুমন্ত্রণা দিয়েছিলেন) প্রমুখ উল্লেখযোগ্য।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *