খুশি হ তুই আপন মনে।
রিক্ত হাতে চল্-না রাতে
নিরুদ্দেশের অন্বেষণে।
চাস নে কিছু, কোস নে কিছু,
করিস নে তোর মাথা নিচু,
আছে রে তোর হৃদয় ভরা
শূন্য ঝুলির অলখ ধনে।
নাচুক-না ওই আঁধার আলো–
তুলুক-না ঢেউ দিবানিশি
চার দিকে তোর মন্দ ভালো।
তোর তরী তুই দে খুলে দে,
গান গেয়ে তুই পাল তুলে দে–
অকূল-পানে ভাসবি রে তুই,
হাসবি রে তুই অকারণে।
সুরুল, ৮ আশ্বিন- সন্ধ্যা, ১৩২১