কোথায়

ওদিকে রয়েছে পুণ্যকর্ম
এদিকে রয়েছি আমি দুরাচার ;
চেয়ে দেখ, এই দুয়ের মধ্যে
রচে ব্যবধান অকূলপাথার ।
মঠমন্দির নামাবলীভেখ
ওতে মন নেই, ছেড়েছি ওসব;
কোথা কোণার্ক, কোথা সদগুরু
কোথায় মিলবে শুদ্ধ আসব ?
সংযম আর সৎকর্মের
সঙ্গে কী যোগ মধ্যপানের ?
উপদেশ-কথামৃতের সঙ্গে
আওয়াজে কী মিল থাকবে গানের ?
চোখে যদি ভাসে বন্ধুর মুখ
তবে কোন ভাব হবে শত্রুর ?
কোথাও হয়ত জ্বলছে না বাতি,
কোথাও আবার ঠাঠা রোদ্দুর ।
যেখানে তোমার দেহলির ধুলো
আমার আখিঁতে কাজল পরায়,
বলে দাও,প্রভু, অন্য কোথায়
চলে যেতে হবে ছেড়ে এ ঠাঁই ।
আপেলের মত প্রিয়ার চিবুক
তার মাঝে এক কুয়ো আছে জেগে;
মন, তুমি এই সব কিছু ছেড়ে
কোথায় চলেছ হন্ হন্ বেগে !
আমরা যে মিলেছিলাম একদা
সে সুখস্মৃতির হল অবসান;
কী করে আপনি মিলাল সে সব
সে মোহিনী মায়া, সেই অভিমান !
বন্ধু আমার, হাফিজের কাছে
সুখ বা স্বস্তি করো না কো আশা ;
জানে না সে কাকে বলে তিতিক্ষা,
শান্তি কোথায় ? তার জিজ্ঞাসা ।।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *