কৃষ্ণবিহারী সেন
পিয়ারীমোহনের কনিষ্ঠপুত্র কৃষ্ণবিহারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট স্নাতক। তিনি এম এ পাস। ইন্ডিয়ান মিরর দৈনিক পত্রিকায় রূপান্তরিত হলে, কৃষ্ণবিহারীকে তার অন্যতম সাব-এডিটররূপে নিয়োগ করা হয়। কিছুকাল পর তিনি নরেন্দ্রনাথের সঙ্গে মিররের সহযোগী সম্পাদক হন; ঐ পদে বেশ কয়েক বছর তিনি কাজ করেন। ইংরেজি লেখায় তিনি বিশেষ দক্ষ। এখন তিনি সানডে মিররের সম্পাদক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো। এ ছাড়া তিনি অ্যালবার্ট স্কুলের রেকুটর।