কুমুদরঞ্জন মল্লিক-কে
37/1 Sitanath Road
Calcutta
6.4.36
শ্রীচরণারবিন্দেষু,
বহুদিন আপনার শ্রীচরণ দর্শন করিনি — কলকাতা এলে খবর দেবেন যেন। আমি বর্তমানে H.M.V. Company-র Exclusive Composer। তাদেরই নির্দেশমতো আপনার কাছে একটি নিবেদন জানাতে এই পত্র লিখছি। আপনার ‘অধরে নেমেছে মৃত্যু-কলিমা’ গানটির permission (রেকর্ড করার জন্য) চান কোম্পানি। এর আগে আপনার দু-চারটি গান আছে রেকর্ডে। আপনি যদি উক্ত কোম্পানিকে চিঠি দেন, আপনার গানের Royalty (5% commission) পাবেন। আপনার অনুমতি পেলেই কোম্পানি আপনাকে Royalty দেওয়ার অঙ্গীকারপত্র পাঠিয়ে দেবে। আশা করি পত্রোত্তর পাব। নিবেদন ইতি —
P.S. আপনার ওই গানের সঙ্গে আরও কোন্ গান গেলে ভালো হয় তা যদি নির্দেশ করেন, বা লিখে পাঠান সেই গানটি, ভালো হয়।
প্রণত —
নজরুল ইসলাম