কাঠের ছাগল আর কাঠের মহিষ--জ্যান্ত হল। খটখট লাফাঝাঁপি, খাট ও টেবিল ঘিরে বাঁধ-- মুখ নিচু ক'রে ওরা মেঝেতে স্ফুলিঙ্গ পান করে পা নামাই খাট থেকে--মোজাইকে সূর্য দেখা দেয় রক্তাভ কটাহে দু পা, ক্রুশে বেঁধা দুটি হাতে ডানার ফোয়ারা আমি, জানলা দিয়ে বেরিয়ে এলাম নীচে দূর মর্ত্যলোকে--কাঠের মহিষ, ঘোড়া, কাঠের মেষকূল তাদের পায়ের নীচে ঘূর্ণমান--রক্তবর্ণ লোহার প্রান্তর