কত লক্ষ বরষের তপস্যার ফলে

কত লক্ষ বরষের তপস্যার ফলে
ধরণীর তলে
ফুটিয়াছে আজি এ মাধবী।
এ আনন্দচ্ছবি
যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে।

সেইমতো আমার স্বপনে
কোনো দূর যুগান্তরে বসন্তকাননে
কোনো এক কোণে
একবেলাকার মুখে একটুকু হাসি
উঠিবে বিকাশি–
এই আশা গভীর গোপনে
আছে মোর মনে।

শান্তিনিকেতন, ২৬ পৌষ, ১৩২১

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *