একা নরকগামী
[উৎসর্গ পাতায় লেখা আছে: আমার তিন বন্ধু— জয়, মৃদুল, মল্লিকা।
কলকাতায় এসে কলকাতা নিয়ে এই বইটিতে রয়েছে কলকাতাকে আবিষ্কার করার ভয়, ঘৃণা এবং ভালবাসা। ৬৪ পাতার বইটি তৈরি হতে সময় নিয়েছিল ৩ বছর। বিবাহ, উত্তরবঙ্গের ধূপগুড়ি কলেজে যোগদান, কলকাতায় ফিরে আসা, এবং পাকাপাকি ভাবে কলকাতার সিটি কলেজের অধ্যাপনা— সবই এই তিন বছরের মধ্যে।
প্রথম প্রকাশ: ১৯৮৮। প্রকাশক: প্রতিভাস, বীজেশ সাহা। মূল্য: ১০ টাকা।]