এইখানে কাকজ্যোৎস্না।
নক্ষত্রের আলো এসে গম্বুজের পরে
ঘড়ির কাঁটার রোল সব শান্ত করে
এইখানে প্রথম নগরী
অবসিত নগরীর মতো মনে হয়
তবু তা প্রথম ছাড়া অন্য কিছু নয়
কোথাও প্রেমিক নাই তার
সিংহের পশম ঘেঁষে নগরকোটাল বনিতার
মতো গুপ্তচর মনে হয় গম্বুজকে
স্ফটিকের লোষ্ট্রে—ক্ষীণ আঁধারের তলে
(এইসব) দেখা দেয় মায়াবীর মতো জাদু বলে।
সময়: একটি মুদ্রা বিধাতার হাতে
হাতুড়ির পিটুনিতে প্রথম—সে—হতেছে নির্মিত
বাইজেনটিয় সম্রাটেরা বহুদিন পরে হবে কোথাও নির্গত
বহুদিন পরে হবে এশিরিয়া—রোম—ভারতের
মিনারে চটির শব্দ—কেশবতীদের
মাকড়সা—তবুও পেয়েছে সব টের
ইঞ্চি ইঞ্চি করে তাই গম্বুজের বিভা—
লুব্ধকের দেশে চলে যায়
ঘড়িদের ঘণ্টার প্রতিভা
একসাথে বেজে ওঠে হাতুড়ির ঘায়।