উৎসর্গ – সাত সাগরের মাঝি
বিশ
শতকের শ্রেষ্ঠ তামদ্দুনিক রূপকার
দার্শনিক মহাকবি, আল্লামা ইকবালের
অমর স্মৃতির উদ্দেশে–
তোমার নয়নে দীপ্তি সিকান্দার শাহার মতন।
নতুন
পথের মোহে তৃপ্তিহীন তোমার অন্বেষা
(জিন্দিগীর নীল পাত্রে উসিত ঘন রক্ত নেশা
অনির্বাণ শিরাজীর) পাড়ি দেয় মরু, মাঠ, বন,
অথই দরিয়া তীর। হে বিজয়ী! তবু অনুক্ষণ।
ধ্যান করো কোন পথ, কোন রাত্রি অজানা তোমার,
এক
নেশা না মিটিতে সাজ আসে দ্বিতীয় নেশার
এক সমুদ্রের শেষে জাগে অন্য সমুদ্র স্বনন?
যেথা
ক্ষীয়মাণ মৃত পাহাড়ের ঘুমন্ত শিখরে
জীবনের ক্ষীণ সত্তা মূৰ্ছাতু, অসাড়, নিশ্চল;
মুহূর্তের পদধ্বনি জাগে না সে সুষুপ্ত পাথরে,
জ্বলে না রাত্রির তীর, নাহি জাগে স্বপ্ন সমুজ্জ্বল
প্রাণবন্ত মাদকতা; সে নির্জিত তমিস্রা সাগরে
দিনের দুর্জয় ঝড় আনিয়াছে হে স্বর্ণ-ঈগল।
১৫.১১.৪৪