উৎসব
জানলা খুললে মেঘগুলো হুড়মুড় করে ঢুকে
পড়ে ঘরে
ডানায় করে আমাকে তুলে নিয়ে যায়–
পায়ের পাতায় চুমু খায় অরণ্যের জলধোয়া ঠোঁট।
নিতে নিতে অনেক দূরে কোনও এক জলের দেশে…
যে জলে মেঘগুলোকে
লাগে ধাবমান ঘোড়ার মত…
আমার রঙিন জামা আকাশের এপার ওপার ছেয়ে থাকে
রঙধনু হয়ে।
জলের ওপর মেঘের ত্রিপল তুলে উৎসব হবে আজ–
ঘুঙুর পরে নাচবে একশ গাঙচিল।
জলের দরজা খুললে পুরো আকাশ, আকাশের পিঠে চড়া চাঁদ
হুমড়ি খেয়ে পড়ে জলে…
সারারাত জলে ডুবে গোল্লাছুট খেলে অসংসারি চাঁদ।
কারও সঙ্গে সখ্য হয় না আমার, এমনকি চাঁদের সঙ্গেও
যে কিনা বিনা শর্তে আমাকে খেলতে ডেকেছে।