1 of 2

উমাপ্রসাদ মুখোপাধ্যায়-কে

উমাপ্রসাদ মুখোপাধ্যায় -কে

কৃষ্ণনগর

৫.৫.২৭

শ্রদ্ধাস্পদেষু

আপনার চিঠি বহুদিন হল পেয়েছি। লেখা হাতে না থাকায় উত্তর দিতে পারি নাই। তজ্জন্য ত্রুটি মার্জনা করবেন। আপনার প্রেরিত দশটি টাকাও যথাসময়ে পেয়েছি – তজ্জন্য আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন – এ দরিদ্র কবির।

আমার গজল গানগুলির স্বরলিপি করে বন্ধু দিলীপকুমার কোথায় কোথায় দিয়ে গেছেন জানি না। কাজেই এই গোলমাল হল। আশা করি, আমার এ অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করবেন।

গজল-গান দুটি আপনাদের দেবার জন্য আমি মুরলীদা কে বোধ হয় মাঘ মাসে দিই। আপনাদের অনেক লেখা হাতে থাকার দরুন হয়তো চৈত্র পর্যন্ত তা ছাপবার সুযোগ করে উঠতে পারেননি। অথচ গজলগুলি দিলীপের দৌলতে অনেকের কণ্ঠে স্থান পেয়েছে। কাজেই, ওগুলি দেরিতে ছাপলে আমার একটু অসুবিধায় পড়বার কথা। যদিই কেউ শুনে ছাপিয়ে দেন কোথাও।

এইসব ভেবে দুটি সম্পূর্ণ নূতন গজল পাঠালাম লিখে। এ দুটি অন্তত জ্যৈষ্ঠের বঙ্গবাণীতেই যাতে স্থান পায় – তার চেষ্টা করলে বিশেষ বাধিত হব। ‘ভুলি কেমনে’ গজলটি আর ছাপবেন না তা হলে। আশা করি, এ গান দুটি আপনাদের কাছে অপসন্দের হবে না। আপনার মত জানতে পারলে খুশি হব। নমস্কার নিন। ইতি।

                      বিনীত –

                    নজরুল ইসলাম

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *