বিরাট রাজের পুত্র। এঁর অপর নাম ভূমিঞ্জয়। বড় যোদ্ধা ছিলেন না, কিন্তু নিজের বীরত্ব নিয়ে আস্ফালন করতে ভালোবাসতেন। কৌরবরা যখন বিরাটরাজের গোহরণ করেছিলেন, তখন একজন ভালো সারথি পেলেই তিনি কৌরবদের পরাজিত করতে পারবেন বলে প্রাসাদের মহিলাদের বলেছিলেন। ছদ্মবেশী অর্জুন ওঁর সারথি হয়ে যখন কৌরবদের সামনে ওঁকে নিয়ে গেলেন, তখন তিনি পালাতে পারলে বাঁচেন! তখন অর্জুন ওঁকে নিজের পরিচয় দিয়ে স্বয়ং সেই গোধন রক্ষা করেন। এরপর অর্জুন-প্রসঙ্গে উত্তরকে শ্রদ্ধায় আপ্লুত দেখা যায়। কুরুক্ষেত্রে পাণ্ডবদের পক্ষ নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। প্রথম দিনই শল্যের হাতে নিহত হন।