পাঁচ
দাদির ইন্তেকালের কাহিনী বাস্তবক্ষেত্রে হয়তো ঠিক এমনটিই ছিল না। হয়তো দাদি ঈদের দিন ইন্তেকাল করেছিলেন আর আমি ঠিক তার আগের দিন জখম হয়েছিলাম, কেবল এইটুকুই সত্য। বাকিটা ভক্ত হৃদয়ের কল্পনাবিলাস, অথবা কতগুলো পরস্পর সম্পর্কহীন ঘটনাকে এক অলৌকিক পরম্পরাসূত্রে গেঁথে তুলবার সেই সুপরিচিত দুর্বলতা মাত্ৰ।
কিন্তু যেসব ক্ষেত্রে মানুষের বিশ্বাস আর ভক্তি যুক্তির সমস্ত আপত্তিই উপেক্ষা করে সেখানে কত অলৌকিক কাহিনীই আমাদের শুনতে হয়।
কাহিনী হিসেবে এটাই-বা এমন মন্দ কি।