1 of 2

ইচ্ছে ছিলো

ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো
ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে
শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো।

ইচ্ছে ছিলো সুনিপূণ মেকআপ-ম্যানের মতো
সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারাবেলা
পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো।

ইচ্ছে ছিলো নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে
রাখবো তোমার লাজুক চঞ্চুতে,
জন্মাবধি আমার শীতল চোখ
তাপ নেবে তোমার দু’চোখে।

ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
             রাজা আছে
             ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।

৭.২.৭৩

4 Comments
Collapse Comments
দেবব্রত দত্ত January 15, 2009 at 3:05 pm

চতুর্থ পদে শব্দটি কি মেকআপ-ম্যান ?
আর ১৩তম দেখুন , ‘দেখি’ লিখতে গিয়ে ‘দেকি’ হয় নি তো ?

admin (Administrator) January 19, 2009 at 12:34 pm

ধন্যবাদ। সুদ্ধ করে দেয়া হলো।

osadharon kobita. I like it

Oshadharon! Sadharon golper kabbo.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *