আরপুলির ঘোষ পরিবার
কায়স্থ জাতীয় দৈবকী নন্দন ঘোষ কলকাতায় এই বংশের প্রতিষ্ঠাতা। তিনি তাঁর পুত্রগণ : উদয়রাম, লক্ষ্মীনারায়ণ, মনোহর, গোকুলচন্দ্র ও গোরাচাঁদের জন্য সামান্য কিছু ভূসম্পত্তি রেখে যান। তাঁর পৌত্র ও মনোহরের অন্যতম পুত্র রামশঙ্কর ঘোষ ওরফে শঙ্কর ঘোষ জাহাজের ক্যাপ্টেনের বেনিয়ান হওয়ার সুবাদে প্রচুর ধন উপার্জন করেন, কিন্তু তার অধিকাংশই তিনি ব্যয় করেন দান খয়রাতে। কলকাতার চোরবাগানে তিনি একটি কালীমন্দির প্রতিষ্ঠা করেন। এটি এখনও (১৮৮১) বর্তমান; তাতে একটি ফলকে লেখা আছে :
শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে
দৈবকী নন্দনের কয়েকজন বংশধর এখনও কলকাতায় আছেন, এঁদের মধ্যে বাবু যোগেন্দ্রনাথ ঘোষ, ডাঃ দুকড়ি ঘোষ ও বাবু অনন্তরাম গোষ ও আরও কয়েকজন বেশ সুশিক্ষিত ও সম্ভ্রান্ত।