আমি ভালো আছি, তোমরা? –কি করছে। এই অবেলায়?
—একটি বালক খেলছে দ্যাখো বিমর্ষ ওই একল। হাওয়ায়!
চুলগুলো তার কাটছে স্মৃতি ভ্রান্তি ও ভুল দিবানিশি
মত্ত মেয়ে বুকের কাছে তবু তাহার দুঃখ বেশী!
কি দুঃখ?–বলতে মানা নানান কথাই হবে জানা রৌদ্রে কিংবা অন্ধকারে
ছিলেম ভালো ঢাকার আলোয় মেয়ের সাথে পার্কে এবং অভিসারে
এখন আমার দুঃখ অনেক কিন্তু আমি ভালো আছি তোমরা কেমন?
—ভালো থাকলেই ভালো কথা, ভালো কথায় খুশি থাকে প্রেমিক যেমন!
২৬/৬/৭৪