1 of 2

আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা

আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় কলকাতা

ভালো নেই আমি, এভাবে কেউ কোনওদিন ভালো থাকেনি কোথাও।
এভাবেই তুমি আমাকে রেখেছে কলকাতা, এভাবেই নির্বাসনে,
এভাবেই একঘরে করে। এভাবেই অন্ধ কূপে।
পায়ের তলায় পিষছে প্রতিদিন, প্রতিদিন পিষছো পায়ের তলায়।
গলা টিপে ধরেছো কথা বলেছি বলে,
হাত কেটে নিয়েছো লিখেছি বলে।

কাউকে হত্যা করিনি, কারও অনিষ্ট করিনি, কারও দিকে পাথর ছুঁড়িনি,
মানবতার পক্ষে কিছু অপ্রিয় সত্য উচ্চারণ করেছি বলে
আমাকে তোমার পছন্দ নয়।

আমাকে উৎখাত করেছে আমার মাতৃভাষা থেকে,
উৎখাত করেছে আমার মাটি ও মানুষ থেকে,
উৎখাত করেছো জন্ম-জন্মান্তরের ইতিহাস থেকে,
উৎখাত করেছো ঘর বাড়ি বাসস্থান থেকে,
পৃথিবীতে আমার সর্বশেষ আশ্রয় থেকে।

আমি ভালো নেই তাতে কী!
তুমি ভালো থেকো,
তুমি বড় বড় কবির শহর,
সাহিত্যিকের শহর,
দার্শনিক শুভবুদ্ধির শহর,
ভারতবর্ষের সবচেয়ে প্রগতিশীল শহর তুমি, কলকাতা,
তুমি তো সংস্কৃতির পীঠস্থান, কলকাতা, তুমি ভালো থেকো।

তুমি সুখে থেকো প্রিয় কলকাতা,

নাচে গানে থেকো, উৎসবে আনন্দে, মেলায় খেলায় থেকো সুখে।

তুমি তো মহান, তুমি বিরাট, তুমি অট্টহাসি হাসো, জগত দেখুক।

২৮.০২.২০০৮

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *