গ্রন্থভূক্ত কবিতা (কাব্যগ্রন্থ)
গান
অগ্রন্থিত কবিতা
গল্প
চলচ্চিত্র কাহিনী ও চিত্রনাট্য
সম্পাদকীয়, গদ্য ও বক্তৃতা
সাক্ষাৎকার
1 of 2

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার … … …।

ঢেকে রাখে। যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমি তোমার নিবিড় চলা (২)
মরমের মূল পথ ধরে।
আমার … … …।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলশের আবরনে মুক্তার সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া (২)
ভিতরের নীল বন্দরে।
আমার … … …।

ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালাখানি (২)
বাউল এই মনটারে।
আমার … … …।

২৮ জোষ্টি ১৩৯৬ মিঠেখালি মোংলা
সুর : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *