আপনার মিশন শুরু
আমরা বইয়ের একদম শেষে চলে এসেছি। আপনার মিশন এখন শুরু হতে যাচ্ছে। অসাধারণ আর স্মার্ট হওয়া নির্দিষ্ট কোনো দক্ষতার সাথে সম্পর্কিত না। কারণ সময় দ্রুত বদলে যাচ্ছে। দক্ষতার প্রয়োজনীয়তাও বদলে যাচ্ছে। এই বইতে প্রাথমিক পর্যায়ের যেসব দক্ষতার কথা বলা হয়েছে সেগুলোর বেলাতেও এটা খাটে। যেমন আবেগময় বুদ্ধিবৃত্তি, শেখার জন্য তীব্র আকাঙ্ক্ষা, নিজের প্রভাব, বিশ্বাসযোগ্যতা, উদ্ভাবনী কৌশল বাড়ানো ইত্যাদি। নেতৃত্বের বিষয়টাই প্রতিনিয়ত বদলে যাচ্ছে।
দক্ষতাগুলো নিয়ে অলস বসে থাকা আপনার মিশন না; বরং অর্জন করার জন্য বা আরও বিকশিত করার জন্য সক্রিয়ভাবে সেগুলো চর্চা করা এবং যুগের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজের দক্ষতাগুলো হালনাগাদ করা আপনার মিশন। এজন্য দুটো জিনিস দরকার-
- ‘বিকশিত’ শব্দটা বলতে যা যা বুঝায় করুন। ট্রেনিং সেশনে অংশগ্রহণ করুন, আত্মউন্নয়নমূলক বই পড়ুন, অনুপ্রেরণাদায়ী লোকজনদের সাথে মিশুন, যারা আপনাকে সমর্থন করে তাদের নিয়ে আপনার বলয় তৈরি করুন।
- রাসূল (সাঃ) এর জীবন নিয়ে পড়াশোনা চালিয়ে যান। কীভাবে নিজেকে বিকশিত করবেন, অন্যান্যদের সাথে রাসূল(সাঃ) এর কথাবার্তা, চালচলন কেমন ছিল, সেসব লাইফ স্কিলগুলো জানুন।
আপনি যদি ধার্মিক মুসলিম হোন এবং বলেন যে, আপনি এরই মধ্যে রাসূল (সাঃ) এর চিরায়ত জীবনী কয়েকবার পড়েছেন, তাহলে আপনি রাসূল (সাঃ) এর জীবনী পড়ে আর নতুন কিছু পাবেন না। শুধু ঘটনা জানার জন্য বলে থাকলে আপনি ঠিক বলেছেন। কিন্তু যদি একই ঘটনা অন্য আলোয় পড়তে চান, জানতে চান, তাহলে একটা সীরাহ গ্রন্থ বা জীবনী বই পড়া মোটেও যথেষ্ট না। আপনাকে লাগাতার পড়ে যেতে হবে ভিন্নভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য, কারণ প্রত্যেক যুগ রাসূল (সাঃ) এর জীবনী সেই যুগের চাহিদা ও সমস্যার আলোকে লিখবে।
আশা করি, এই বই ইতিহাস ও আধুনিক জীবনের অনুপ্রেরণাদায়ী বিভিন্ন উদাহরণ পড়ার ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। এ ধরনের অনেক ঘটনাই পাওয়া যাবে আশেপাশে। আর কে জানে, হয়ত পরের প্রজন্মের জন্য আপনি নিজেই হয়ে উঠবেন সেরকম একজন!