আনন্দ
মৃত্যুর পরেও, আমি কবিতা লিখে
পাঠিয়ে দেব তোমাদের।
সারাজীবন অদ্ভুত একটা মেয়ের কাছে
তোমরা চিঠির পর চিঠি লিখবে।
আর ঘুষোঘুষি করবে।
আর হাওয়া এসে
ধাক্কা মারবে তোমাদের ফাঁকা জীবনে।
তোমরা ভালোবাসার কথা কিছুই জানোনা।
তোমরা আনন্দের কথা কিছুই জানোনা।
সারা সকাল আমি
কবিতা লিখবো। সারা দুপুর আমি
কবিতা লিখবো। আর সারাদিন
নীল একটা
হাওয়া বইবে আমার জন্যে। আর পাখিরা
আমার জন্যে উড়তে উড়তে
নিয়ে আসবে কলকাতার খবর।