আড়াই হাত মানুষ
[৫৬ পাতার বই। একটা দুটো কবিতা বাদে বইটি পুরোপুরি টানা গদ্যে লেখা। ভোপালের শিল্পী দেবিলাল পাতিদার এঁকে দিয়েছিলেন প্রচ্ছদ। আড়াই হাত মানুষের ছবি। এই বইটিতে একটি কবিতা আছে ‘পা’, সেটি লেখা হয়েছিল। ১৯৭৬ সালে। ১৭ বছর বাদে কবিতাটি গ্রন্থস্থ হয়, সেটাও খুব বিস্ময়ের। সদ্য স্কুল পাশ করা যুবকের গদ্যে লেখা কবিতার সঙ্গে কি ৯৩ সালের গদ্য ভাষার কোথাও কোনও মিল ছিল, তাই কি কবিতাটি এই বইতে ঢুকে পড়ে?
বইটি উৎসর্গ করা হয়েছে লাতিন আমেরিকার কবি নিকানোর পাররাকে। এই সেই কবি যিনি হাসি ও থাপ্পড় দুটোই শিখিয়েছেন, যাঁর কথা বারবার উঠে আসে সুবোধ সরকারের লেখায়।
প্রথম প্রকাশ: ১৯৯৩। প্রকাশক: বইপাড়া। মূল্য: ১৫ টাকা।]