দীওয়ান-ই-হাফিজ গীতি
ভৈরবী – কাওয়ালি
আজ সুদিনের আসল উষা, নাই অভাব আজ নাই অভাব।
অরুণ রবির মতন রাঙা পেয়ালা ভরি আন শরাব॥
উষার করে পেয়ালা রবির, উপচে পড়ে কিরণ-মদ,
মধুর উজল সময় এমন, আজ কোরো না দিল খারাব॥
শান্ত কুটির, বন্ধু সাকি, মধুর-কণ্ঠ গায় গজল,
আয়েশ-সুখের আরাম গো তায় নৌ-জোয়ানী বে-হিসাব॥
নাচছে প্রিয়া সাকির সাথে, সুর-পিয়াসি দেয় তালি,
সাকির আঁখির মদির লীলা টুটায় মদের বদ-খোয়াব ॥
মদের নেশার মিঠার লোভে, সাবাস চতুর ফুল-মালী –
লুকিয়ে রাখো সবুজ পাতায় শরাব-মধুর লাল গোলাব॥
পরল প্রিয়া যেদিন কানে গানের মোতি হাফিজের,
সেদিন হতে উর্বশী মোর শুনছে গানের বীণ-রবাব ॥